রংপুরে হিমাগারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:০১ দুপুর
নিউজ ডেস্ক

রংপুর ব্যুরো

আলুর বাজার স্থিতিশীল রাখতে রংপুরে হিমাগারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আলু কেনাবেচায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা ও আলুর বাজার অস্থিতিশীল করায় দুই আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুর নগরীর ময়নাকুটি হিমাগারে অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আনসার বাহিনীর সদস্য ও ছাত্র প্রতিনিধিরা। সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আলুর দাম স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে হিমাগারগুলো পরিদর্শন করবো।