ইসলামি বইমেলায় প্রকাশনিগুলোর নতুন বই
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৪, ০৯:৪৪ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

চলছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ইসলামি বইমেলা। এবারের বইমেলাটি অন্য বছরগুলোর চেয়ে অনেক ব্যতিক্রম ও সমৃদ্ধ। প্রকাশনিগুলোর স্টল সেটআপ, সৌন্দর্য্য বর্ধনসহ নানা বৈচিত্রে সমৃদ্ধ বইমেলা।

বইমেলা মানেই তো নতুন বইয়ের ঘ্রাণে নতুন আমেজের ঢেউ। বইমেলাকে কেন্দ্র করে লেখক-প্রকাশকের নিদ্রাহীন শ্রমের রাত অতিবাহিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে এবার বইমেলায় ৮৫টি স্টল বরাদ্দ পেয়েছে। ৮৫টি প্রকাশনার কে কয়টি বই এবারের বইমেলায় হাজির করেছে বা মেলা উপলক্ষে প্রকাশ করেছে সেসবের খোঁজখবর নিতে এক বিকেলে (৩ নভেম্বর রবিবার) বিকেলে হাজির হই মেলা প্রাঙ্গণে।

সংক্ষিপ্ত সময়ে উল্লেখযোগ্য কয়েকটি প্রকাশনার স্টল ঘুরে খোঁজখবর নিয়ে জানা জানা গেছে মেলা উপলক্ষে প্রায় সব প্রকাশনিই এনেছে নতুন একাধিক বই।

বায়তুল মোকাররম পূর্ব সাহানে আয়োজিত মেলায় ঢুকার গেইট পার হতেই হাতের বাঁয়ে চোখ পড়ে প্রথমে রুচিবোধের প্রকাশনি ইলহাম। এ প্রকাশনাটি এবারের মেলায় ৭টি নতুন বই এনেছে বলে জানায় স্টলে থাকা সেলসম্যান। ৭টি বই ঘেঁটে প্রকাশ তারিখ দেখে ও ছবি তুলে চলে যাই আরেকটিতে। 

হাতের আরেকটু বাঁয়ে ঘুরতেই চোখ পড়ে মক্তব প্রকাশন। স্টলে থাকা ব্যক্তি পূর্ব পরিচিত। কথা বলে জেনেছি এ প্রকাশনাটি এবারের মেলায় ২টি নতুন বই এনেছে।

চোখ পড়ে আয-যিহান স্টলটির প্রতি। প্রকাশক জাহিদুল ইসলাম ভাই টেনে নিয়ে বসালেন স্টলের ভিতর। জানালেন এবারের মেলায় তাদের নতুন ৭ টি বই এসেছে।

মাকতাবাতুল ইসলামের সত্ত্বাধিকারি আহমাদ গালিব ভাই স্টলে নিয়ে বসালেন। গল্প করলেন। জানালেন এবারের বইমেলায় এনেছেন নতুন ৩টি বই।  

রাহনুমা প্রকাশনির সত্ত্বাধিকারি দেওয়ান মোঃ মাহমুদুল ইসলাম (তুষার) ভাই খুব ব্যস্ত মেলা নিয়ে। কথা বলছেন কয়েকজনের সঙ্গে। আর এর ফাঁকেই জানালেন এবারের বইমেলায় এনছেন নতুন ৬টি বই। আরো জানালেন আরো ৪টি আসার সম্ভাবনা রয়েছে।

যোগাযোগ করি ইসলামিক ফাউন্ডেশনের স্টলটির সঙ্গেও। নতুন বই কয়টি এনেছে এবারের মেলায়? জানালেন ইফা অর্থ বছরে ১১০ টি বই করে। মেলা উপলক্ষে নতুন কোনো বই আনেনি।

মেলায় রয়েছে বায়তুল মোকারমের খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেকদের প্রকাশনি মারকাযুদ দাওয়া প্রকাশনি। কথা বলে জানা গেছে এবারের মেলায় প্রকাশনিটি ১টি নতুন বই এনেছে।

মেলায় বসে লেখক আতীকুল্লাহ ও আব্দুল্লাহ আল ফারুকদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন মাকাতাবাতুল আযহারে সত্ত্বাধিকারি মাওলানা ওবায়দুল্লাহ আজহারী। আড্ডার ফাঁকেই জানালেন এবারের মেলায় ৩টি নতুন এনেছেন। আরও ২টি বই আসার সম্ভাবনা রয়েছে বলেও জানালেন তিনি।

এছাড়া, মেলায় নতুন বই এনেছে দারুল ইলম ৩টি, সিয়ান পাবলিকেশন ২টি, উমেদ প্রকাশ ৩টি, ইত্তিহাদ পাবলিকেশন ৫টি, মাকতাবাতুস সাহাবা ২টি, মাকতাবাতুল হেরা ৩টি, মাকতাবাতুল হাসান ১টি (৪খন্ডে উসমানি সালতানাতের ইতিহাস), মাকতাবাতুল আশরাফ ১টি (১০ খন্ডে মাওয়ায়েযে উসমানী) এবং তালবিয়া প্রকাশন ৪টি প্রকাশিত ১০ তারিখের মধ্যে জানালেন স্টলে থাকা সেলসম্যান।

এদিকে মেলায় ইসলামিয়া কুতুবখানা থেকে ১টি ও হসন্ত প্রকাশনি থেকে ১‘টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হওয়াসহ প্রতিদিনেই নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে।   

হাআমা/