নড়াইলে ৩০টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৪, ০২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিভিন্ন এলাকায় চুরি হয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেলের (সিসিআইসি) সদস্যরা ফোনগুলো উদ্ধার করেন। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৮০ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম, সিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।

এনএ/