মহাসম্মেলন থেকে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৪, ০১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন থেকে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষণামতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ও ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ ও দ্বিতীয় পর্ব ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত করার ঘোষণা দেয়া হয়েছে মহাসম্মেলন থেকে।

ঘোষণা পাঠ করেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক

এসময় তিনি ২০১৮ সালে ইজতেমার ময়দানে সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও কাকরাইল মসজিদ আলেমদের নিয়ন্ত্রিত রাখাসহ ৯ দফা দাবি ঘোষণা করেন।

এ ব্যাপারে সম্মেলনের পক্ষ হতে দাবিগুলো বাস্তবায়নে সরকারের একান্ত সহযোগিতা কামনা করা হয়েছে।  

হাআমা/