অধ্যক্ষের পদত্যাগ চেয়ে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৪, ১২:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহটে একজন কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে তারা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যাক্ষ আব্দুর রউফ সরকারের পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশের ন্যায় ওই কলেজের শিক্ষার্থীরাও অংশ নিলে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে সকল শিক্ষার্থীকে বুদ্ধি প্রতিবন্ধী বলে আখ্যায়িত করেন। অপর দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা নেশা জাতীয় দ্রব্য সেবনের ছবি উঠে আসে। অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সাথে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে কালীগঞ্জ উপজেলার-সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামানের সাথে সুসম্পর্ক থাকায় এত দিন নানা দুর্নীতি করলেও দেখার কেউ ছিলো না বলে শিক্ষার্থী এ এলাকার মানুষের অভিযোগ রয়েছে বিস্তর। |