শেরপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
শেরপুর প্রতিনিধি সড়কে শৃঙ্খলা ফেরাতে শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের ট্রাফিক বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের খোয়ারপাড় শাপলা চত্বরসহ শহরের বিভিন্ন পয়েন্টে ওই অভিযান পরিচালিত হয়। এতে শহরের ব্যস্ততম মোড়গুলোতে শৃঙ্খলা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরেছে। জানা যায়, যৌথ অভিযানকালে শহরের বিভিন্ন সড়কগুলোতে ২৭০টি যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২৩টি মামলা দায়ের করা হয়। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজিসহ মোট ৪০টি গাড়ি জব্দ করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। |