ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:৩৩ সকাল
নিউজ ডেস্ক

ইসকন এনজিও প্রতিষ্ঠান হলেও তাদের হিসাবের দীর্ঘদিন কোনো অডিট হয় না। তাদের আয়-ব্যয়ের উৎস কেউ জানে না। অতি দ্রুত স্বাধীন কমিশন গঠন করে এর আয়ের উৎস প্রকাশ করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এ দাবি জানান।

শরীফ ওসমান বিন হাদি বলেন, ইসকন নিজেদের এনজিও দাবি করলেও তাদের কার্যক্রম রাজনৈতিক। কোনো এনজিও ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিতে পারে না। ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা তাদের রাজনৈতিক তৎপরতা প্রকাশ করে। বাংলাদেশের আইন অনুযায়ী এনজিও কখনও পলিটিক্স করতে পারবে না, ঢাকা ঘেরাও করতে চাওয়া, বাংলাদেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে সভা করে কথা বলা এবং দাবি তোলা সেটা কি এদেশের রাজনৈতিক দল ছাড়া আর কেউ করতে পারে? এটা কি একটি এনজিও করতে পারে? এনজিও না হলে ইসকন কি রাজনৈতিক নাকি ধর্মীয় সংগঠন এটা তাদের পরিষ্কার করতে হবে।

আওয়ামী লীগের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে অথচ এই ইসকন তখন সামান্য বিবৃতিটিও দেয়নি বলে দাবি করে তিনি বলেন, ইসকন চট্টগ্রামের বিশিষ্ট স্থানে তাদের বড় বড় সমাবেশগুলো করছে, দাবি তুলছে। এর মাধ্যমে মূলত তারা একটা জিনিস হাসিল করতে চায়, মাইনোরিটি সাপ্রেশন হচ্ছে, এই অভিযোগ তুলে তারা মূলত আমেরিকাকে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির পক্ষে আনার চেষ্টা করে চলেছে।

তিনি আরও বলেন, অতি দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা রিট আদায় করতে বাধ্য হবো এবং রাজপথে কঠোর কর্মসূচি পালন করব।

এনএ/