কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৪, ১০:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাক্ষাৎকালে নতুন কমিটির একটি তালিকা রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়। দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক আহমদ মালেকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জুবের খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, সহ-অর্থ সম্পাদক আব্দুর রব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মকবুল আলী, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মুক্তার তালুকদার প্রমূখ। রাষ্ট্রদূত নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনএ/ |