‘আমাদের ঐক্যবদ্ধ আওয়াজের বরকতে ফেতনা থেকে রক্ষা পাবে উম্মতে মুস’লিমা’
প্রকাশ: ০১ নভেম্বর, ২০২৪, ০৬:২১ বিকাল
নিউজ ডেস্ক

দেশের সকল ওয়ায়েজদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোক্তা ও উপদেষ্টা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর তত্ত্বাবধানে সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান ও মহাসচিব মাওলানা হাসান জামিল ও মুফতি কেফায়েতুল্লাহ আযহারীর আহ্বানে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা হতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দিনব্যাপী ‘উম্মাহর ঐক্যভাবনা; খতীব-ওয়ায়েজদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববরেণ্য ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারীর কণ্ঠে কুরআন কারীমের তিলাওয়াতের মাধ্যমে সেমিনার আরম্ভ হয়। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনটির মহাসচিব, খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা হাসান জামিল।

মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা দিলাওয়ার হুসাইন মাইজী ও মাওলানা মাহমুদুল হাসান আশরাফীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমীন, (পীরসাহেব খুলনা), বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মুনীর হুসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মুফতি মুজিবুর রহমান চাটগামী, মাওলানা আহমদ আলী, মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়ার মুহতামিম মাওলানা উবায়দুল কাদের নদভী প্রমুখ।

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা হাসান জামিল বলেন, আহলে জবানকে আহলে দিল বানানোর লক্ষ্যে গঠিত রাবেতা জন্মের কিছুদিন পরই বিগত জালেমশাহীর চাপের মুখে কার্যক্রম বিরতি ঘোষণা করেছিল। জগদ্দল পাথরটি সরে যাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে সংগঠনের কার্যক্রম শুরু করছি।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য। ইসলামী বক্তা ও ইমামেরা পারষ্পরিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতিগঠনে নতুন ইতিহাস তৈরী হতে পারে। তিনি আরো বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাঁদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

মাওলানা নুরুল আমীন বলেন, ঐক্যের ভিত্তি হোক তাকওয়া। আকাবিরগণ ওয়ায়েজিনে কেরামকে তাকওয়ার গুণ হাসিলের গুরুত্ব দিতেন।

মাওলানা সাজেদুর রহমান বলেন, দাঈগণকে জবান, আমল ও আখলাকের মাধ্যমে দাওয়াতের মেহনত করতে হবে।

মাওলানা মাহফুজুল হক বলেন, দাওয়াতের মেহনতে হিম্মতের সাথে অটুট থাকতে হবে। বিপদ দেখলে আল্লাহর ওপর ভরসা রেখে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়া যাবে না।

মাওলানা মুনীর হুসাইন কাসেমী বলেন, ওলামায়ে কেরামকে আত্মমর্যাদাশীল হয়ে নিজেদের পায়ে দাড়ানোর পরিকল্পনা আঁকা উচিৎ। পরনির্ভরশীলতা পরিহার করা উচিৎ।

মাওলানা মামুনুল হক বলেন, দাওয়াতী মেহনতে তাআল্লুক মায়াল্লাহ বজায় রাখতে প্রতিদিন তাহাজ্জুদে অবশ্যই যত্নবান হতে হবে। সমকালীন প্রসঙ্গে তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস করার পায়তারা করা হলে আক্ষরিক অর্থেই প্রতিহত করা হবে।

মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, এলায়ে কালিমাতুল্লাহর মহত লক্ষ্যে ওয়ায়েজিনে কেরামের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মায়া-মমতা ও আন্তরিকতার বন্ধন মজবুত করতে রাবেতা সবাইকে আহবান করছে। আমাদের ঐক্যবদ্ধ আওয়াজের বরকতে ফেরাকে বাতেলা, কাদিয়ানী-সাদিয়ানীর যাবতীয় ফেতনা থেকে উম্মতে মুসলিমা রক্ষা পাবে।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বলেন, মঞ্চে মঞ্চে একসাথে বসার তেল আর পানির মতো ঐক্য নয়। আমরা চিনি আর পানির মতো মিশে যাওয়ার ঐক্য চাই।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, খতীবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী মোমেনশাহী, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি রেজাউল করীম আবরার, মাওলানা মেরাজুল হক মাজহারী বি. বাড়িয়া, মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী, মাওলানা মনজুরুর রশীদ সিলেট, মাওলানা রিদওয়ানুল্লাহ নওগা, মাওলানা হাবীবুর রহমান মিয়াজী ও মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ গাজীপুর, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা আব্দুল লতিফ খান, মাওলানা সাঈদ আহমাদ, ক্বারী শুয়াইব আহমদ আশরাফী প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও থানা প্রতিনিধিবৃন্দ বক্তব্য পেশ করেছেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল বাসেত খান বলেন, দেশের সকল ওয়ায়েজদের ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে আনার জন্যে ২০১৯ সালে গঠিত হয়েছিল ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’। কিছুদিন সফল কার্যক্রম চালানোর পর বিগত সরকারের রোষানলে পড়ে সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে  বিলুপ্তি ঘোষণা করতে বাধ্য হই। আজ জাতীয় সেমিনারের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম নতুনভাবে পরিচালনার দেয়া হলো। পর্যায়ক্রমে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম বেগবান করা হবে।

হাআমা/