খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩০ বিকাল
নিউজ ডেস্ক |
নুরুল কবির আরমান খাগড়াছড়ি জেলার মহালছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মহালছড়ি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা কারী সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স ৩০ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ১ ছেলে, মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন । এই তরুণ আলমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কারী ওসমান গনী ও সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম। তারা মহান আল্লাহর নিকট মরহুমের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। এনএ/ |