নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পিতা-মাতার উপর অভিমান করে জান্নাতুন মাওয়া ঐশী (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐশী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল এবং নজিপুর সদর আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঐশীর শয়নকক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাক দেয়, ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে পরে খুলে দেখা যায়- ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তার বাবা মা তাকে বকাঝকা করলে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে।  পুলিশের ধারণা,  মা বাবার উপর অভিমান করে রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।