দারুল উলুম দেওবন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কিতাব বিতরণ
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

বিশ্বখ্যাত ইলমি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদেরকে মাদরাসার পক্ষ থেকে বই হাদিয়া দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মুফতি সামিন আশরাফ কাসেমী রচিত سچے انبياء اور جهوٹے مدعيان نبوت ميں فرق ‘সত্য নবী এবং নবুওয়াতের মিথ্যা দাবীদারদের মধ্যে পার্থক্য’ বইটি ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

মুফতি সামিন আশরাফ কাসেমী একজন প্রসিদ্ধ লেখক ও রচয়িতা। তিনি ইতিপূর্বেও মিথ্যা নবুওয়তদারীদের বিরুদ্ধে  কলম চলিয়েছেন বহুবার। তার এই বইটি খতমে নবুওয়ত বিষয়ে সচেতনতা তৈরি ও মিথ্যা নবুওয়তের দাবিদারদের ভণ্ডামি নিয়ে রচিত। বইটি সংশ্লিষ্ট বিষয়ে ৬৫৬ পৃষ্ঠা সম্বলিত। এটি তার দশম রচনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাওরায়ে হাদিসের পাশাপাশি ইফতা ও আদব বিভাগের ছাত্রদেরকেও বইটি হাদিয়া দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রতি বছর ভালো রেজাল্টের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বছর শেষে দারুল উলুম থেকে মূল্যবান বই এবং সম্মানীও প্রদান করা হয়।

কেএল/