সুনামগঞ্জে গণপরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু বুধবার
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে কর্ম বিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জের সব গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদ। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। সোমবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সভার মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

পরিবহন সংগঠনের নেতারা জানিয়েছেন, এম এ খান সেতুটি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায়। এই সেতুটিতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এই টোল আদায় বন্ধ থাকলেও সম্প্রতি আবারও টোল আদায় শুরু করেছে। এ সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।