রামপুরা-হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদের মতবিনিময় সভা আগামীকাল
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪, ০৮:১৩ রাত
নিউজ ডেস্ক

মদ ও নেশার প্রতিকার বিষয়ে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব ও ওলামা পরিষদ’র মতবিনিময় সভা আগামীকাল (২২অক্টোবর ২০২৪ ঈ.) মঙ্গলবার।

রাজধানী ঢাকার রামপুরা আদিলেন রোডে অবস্থিত সিরাতুল জান্নাহ মাদ্রাসা মিলনায়তনে সকাল ৬টায় অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

পরিষদ’র সভাপতি জামিয়া শারইয়‍্যাহ মালিবাগ, ঢাকা’র নায়েবে মুহতামিম শায়খ মুফতী হাফীজুদ্দীন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন রামপুরা ও হাতিরঝিল থানার  বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম।

প্রসঙ্গত, শায়খ মুফতী হাফীজুদ্দীন মাদানী মজলিসের উদ্যোগে মদ ও নেশা প্রতিরোধে এবং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সচেতনতামূলক সেমিনার, ফেস্টুন‌ ও প্রবন্ধ বিতরণ, ইমাম ও খতিব বরাবর বিশেষ চিঠি প্রেরণ এবং খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন।