মুহতামিম নিচ্ছে কুমিল্লার তিতাসে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসায়
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৪, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
কুমিল্লা তিতাস থানা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় জরুরি ভিত্তিতে মুহতামিম নিয়োগ দেয়া হবে। মুহতামিম প্রার্থীকে হাফেজ মাওলানা ও মুফতি হতে হবে। এবং কওমী মাদারাসা পরিচালনায় ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে যে কোন কওমী বোর্ডের সমাপনী পরীক্ষায় মুমতায হতে হবে। তাবলীগের সালের সাথী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন পীর মাশায়েখের সুহবত প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪৫। বেতনঃ- মাসিক বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা হবে। এ ছাড়াও থাকা খাওয়া মাদরাসা বহন করবে। আলেমা স্ত্রী থাকলে সম্পৃক্ত মহিলা মাদরাসা পরিচালনা করবে। আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা ছবি, সনদের ফটোকপি চেয়ারম্যানি সার্টিফিকেট ও আইডি কার্ডের ফটোকপি জীবন বৃত্তান্তসহ ২৮-১০-২০২৪ইং সোমবারের মধ্যে স্বশরীরে যোগাযোগ করার অনুরুধ রইল। যোগাযোগ:- রাহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া মহিলা মাদরাসা ৪৬/এল/৬ শান্তিধারা সোসাইটি, উত্তর মানিকনগর মুগদা ঢাকা। মোবাইল: 01954605040 হাআমা/ |