ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল থেকে শুরু ইসলামি বইমেলা
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৪, ০৫:১২ বিকাল
নিউজ ডেস্ক |
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে আগামীকাল ২২ অক্টোবর মঙ্গলবার থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেস্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল বিকাল ৪.৩০ টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন। আজ সোমবার (২১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আরও পড়ুন: বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা ২০ অক্টোবর আরও পড়ুন: দুই দিন পেছালো ইসলামি বইমেলা বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫১ টি স্টল স্থান পেয়েছে । মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫% কমিশন। হাআমা/ |