গাইবান্ধায় নাতি-নাত বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪, ০৪:১৩ দুপুর
নিউজ ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাতি ও নাতির বউয়ের হাতে দাদা আব্দুল খালেক ভোলা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রাত ৯টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দাদা-নাতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। গতকাল অন্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগম (৩০) লাঠি দিয়ে খালেকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও আলম ও তার স্ত্রী তুচ্ছ ঘটনায় পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করেছেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এনএ/