চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলা
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪, ১০:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র হামলা চালিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৬ টার দিকে এ হামলা চালায় বলে অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, ভোর চারটায় চবি স্টেশন সংলগ্ন অ্যাপায়ন নামে একটি রেস্টুরেন্টে ককটেল ও গুলি হামলা চালায়। শিক্ষার্থীরা গুলির আওয়াজ শুনে জিরো পয়েন্টে একত্র হয়। এসময় শিক্ষার্থীদের ওপর যুবলীগের হানিফ গ্যাংয়ের অনুসারীরা ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়।

এ পরিস্থিতির সংবাদ পেয়ে শিক্ষার্থী জিরো পয়েন্টে একত্র হয়ে প্রতিবাদ জানান। অ্যাপায়ন রেস্টুরেন্টের মালিক মাহদী হাসান বলেন, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা পূর্বের ন্যায় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের প্ল্যান নিয়ে হুমকি দিয়ে আসছিলো। আর এখন হামলা করে দখলের চেষ্টাও চালাচ্ছে।

ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। "সাইদ-ফরহাদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "কুত্তা লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।"

চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, "আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অ্যাপায়ন দোকানের মালিক কয়েক দিন আগেই হুমকির শিকার হয়ে থানায় অবগত করেন। কিন্তু, প্রক্টর অফিস হামলার আগে এসম্পর্কে কিছুই জানতো না। খবর পেয়েই আমরা শিক্ষার্থীদের কাছে ছুটে এসেছি।

এনএ/