বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ-সমাবেশ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল
নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ মোকাররম উত্তর গেইটে বাদ জুমা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তিকে তীব্র নিন্দা জানান এবং তাতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

সমাবেশে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা অমিত শাহ কর্তৃক বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়ার বিষয়েও তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা দ্রুত ধর্ম অবমাননার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের অধীনে দেশের ওলামায়ে কেরাম, সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কওমি সনদের কার্যকারিতা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে জোরালো আওয়াজ তোলেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগরের দিকে অগ্রসর হয়। এতে বৃহত্তর ঢাকার যাত্রাবাড়ী, ফরিদাবাদ, রহমানিয়া, বারিধারা, উত্তরা ও মোহাম্মদপুর এলাকার উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।

হাআমা/