স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা সমাবেশ’
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২২ বিকাল
নিউজ ডেস্ক

শিক্ষাকে বিউপনিবিশায়ন করে স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে রাজধানীতে শিক্ষা সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দূইটা থেকে রাজধানীর শাহবাগ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনটির তথ্য যোগাযোগ ও প্রচার সম্পাদক শাহ মুহাম্মাদ জুনাইদ

তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এছাড়াও জাতীয় যুব ও ছাত্র নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল আজিজ বলেন, ১৮১৩ সালে প্রণীত ইংরেজদের আরোপিত শিক্ষাব্যবস্থা এদেশের মানুষের জন্য ছিল না। বৃটিশ শিক্ষাব্যবস্থা ছিল এদেশে বৃটিশ শাসন টিকিয়ে রাখার জন্য। দুঃখজনকভাবে স্বাধীনতার পর‌ও শিক্ষার বিউপনিবেশিয়ান হয়নি। আমরা এদেশের আপামর জনতার জন্য স্বাধীন শিক্ষাব্যবস্থার দাবিতে শুক্রবার শাহবাগ চত্বরে শিক্ষা সমাবেশ করব ইনশাআল্লাহ। সমাবেশ থেকে স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রস্তাবনা পেশ করা হবে‌।

হাআমা/