মুফতি রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৪, ০৪:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
প্রধান উপদেষ্টা ড. মুহাম্ম,দ ইউনূস’র সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি অতিথি ভবন যমুনায় তারা প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। হাআমা/ |