এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৪, ০৯:৪৪ রাত
নিউজ ডেস্ক

সরকারি-বেসরকারি এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।

আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভারী বর্ষণ, ভারতের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় দেশের পূর্বঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ১০ টি জেলার ৪৫ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার তীব্রতায় জীবন বাঁচাতে মানুষ ঘরের চালে, গাছের ডালে আশ্রয় নিয়েছে। যান্ত্রিক সরঞ্জামের অভাবে সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালাতে পারছেনা। এহেন পরিস্থিতিতে দেশের এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারযোগে উদ্ধার তৎপরতা চালানো সময়ের দাবি।

তিনি এভিয়েশন মালিকদের জোড় আর্জি জানিয়ে বলেন, দেশের চরম ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ান। হেলিকপ্টার নিয়ে ছুটে যান বন্যাদুর্গত মানুষের পাশে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে আপনাদের ব্যবসা বাঁচবে।

এনএ/