বন্যার্তদের জন্য লক্ষাধিক টাকার ফান্ড কালেকশন করল জামিয়াতুল উস্তাযের শিক্ষার্থীরা
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৪, ১০:৩৯ রাত
নিউজ ডেস্ক

|| কাউসার লাবীব ||

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯ নদীর পানি।

এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল উস্তায শায়খ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর শিক্ষার্থীরা।

বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌছানোর জন্য আজ শিক্ষার্থীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনে এক লক্ষ সাত হাজার পাঁচশত টাকা জমা দেন।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি শফিকুল ইসলাম এমদাদি রাহাত জানান, আজকে জামিয়াতুল উস্তায এর ছাত্ররা আমাদের আশেপাশের বিভিন্ন মসজিদে বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করেছে। এক্ষেত্রে মসজিদের ইমাম ও‌ খতিব সাহেবদের আন্তরিকতা আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে।

তিনি আরও জানান, আশেপাশের দশটি মসজিদ থেকে ৯০ হাজারের বেশি ফান্ড সংগ্রহ হয়েছে এবং অন্যান্য ভাইদের সহযোগিতায় ফান্ডে টাকার পরিমাণ এক লাখের উপরে উঠেছে।

এনএ/