হজ-ওমরার খরচ কমানোর উদ্যোগ নেবো : ধর্ম উপদেষ্টা
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৪, ১০:০৫ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

কাল রবিবার (১১ আগস্ট) ধর্মমন্ত্রণালয়ের দায়িত্বে বসছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

ধর্মমন্ত্রণালয় সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে ধর্ম উপদেষ্টা এক সাক্ষাৎকারে জানালেন তাঁর পরিকল্পনার কথা। দায়িত্বে বসে কী কী করতে চান সে বিষয়ে প্রশ্নালোকে উত্তর দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কালকে দায়িত্ব নিয়েই আমরা একটা হটলাইন প্রেসে দিয়ে দিব যে, বাংলাদেশের কোথাও যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হন, তারা মুহূর্তের মধ্যে হটলাইনে যোগাযোগ করলে ফোর্স এজেন্সির সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিব’।

হজ্জ নিয়ে সিন্ডিকেটধারীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার পরিকল্পনার ভিতর আছে, আমি একটু দেখতে চাই কেন বাংলাদেশ থেকে হজ্জে গেলে এতো বিরাট এমাউন্ট লাগে। আমরা আগে শুনেছি একটা সিন্ডিকেট আছে। আমি একটু দেখতে চাই সিন্ডিকেট কারা? কারা এই পবিত্র ইবাদতকে নিয়ে সিন্ডিকেট করে প্লেনের টিকেট বিক্রি করে!  অথচ অন্যান্য দেশে আরও কম খরচে হজ্জ করা যায়।

তিনি জানান, ‘কালকে দায়িত্ব নেব, আমি আরও ফাইলপত্র দেখব। কোনো অন্যায় সিন্ডিকেট যদি থাকে, আমরা এটা ভেঙ্গে দেয়ার জন্য সচেষ্ট হব। এর সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনব।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এমনও হয়ে থাকে যে টাকা দেওয়ার পরেও অনেক মানুষ হজ্জে যেতে পারে না। কি হল! আমরা এটা দেখতে চাই। হজ্জ ও ওমরা যাতে মানুষ সহজভাবে কম খরচে করতে পারে সেজন্য আমরা সহজতর করতে চাই ব্যবস্থাপানা। যদি মাঝখানে মধ্যসত্বভুগী থাকে বা সিন্ডিকেট থাকে তা আমরা নজরে আনব। আমরা কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না।’

হাআমা/