দুপুরেই দেশে ফিরছেন ড. ইউনূস, বিমানবন্দরে স্বাগত জানাবে ছাত্র-জনতা
প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৪, ০১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফিরবেন প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় ১০টা) প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের ঢাকায় পৌঁছার কথা।

এদিকে দেশের নতুন নেতাকে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আগ্রহী ছাত্র-জনতাকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাত ১২টা ২৩ মিনিটে সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।’

বুধবার প্যারিস ত্যাগকালে চার্লস দ্য গল বিমানবন্দরে বিমানবন্দরে কড়া নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছে দেয় ফ্রান্সের নিরাপত্তা বাহিনী।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

প্যারিস ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের ড. ইউনূস বলেন, ‘আসুন আমরা আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আবেদন করছি। অনুগ্রহ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

কেএল/