পুনঃনিরীক্ষণ আবেদনে কৃতী শিক্ষার্থীদের ফি ফেরত দিচ্ছে বেফাক
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৪, ০৯:০৩ রাত
নিউজ ডেস্ক

হাসান আল মাহমুদ : কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'র অধীন ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনে কৃতী শিক্ষার্থীদের অর্ধেক ফি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ডটি।

আজ শনিবার ১৩ জুলাই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দেয় বোর্ডটি।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৫হি./২০২৪ঈ.) নজরে সানীর আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ফেরত দেওয়া হচ্ছে।’

ফি ফেরত গ্রহণে করণীয়:

১. ফি ফেরত নেওয়ার জন্য নজরে সানীর ফি জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে।

২. রসিদ আনতে অপারগ হলে পরীক্ষার্থীর প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।

৩. এতেও অপারগ হলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম/নাযেমে তা'লীমাতের সিল-স্বাক্ষর সম্বলিত সত্যায়নপত্র জমা দিতে হবে।

৪. ফি ফেরত নেওয়ার শেষ তারিখ ৩০ শাবান ১৪৪৬ হিজরি।

হাআমা/