চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে জান্নাতে যেতে চাই : যশোরের এসপি
প্রকাশ:
১১ জুলাই, ২০২৪, ০৩:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই : যশোরের এসপি বুধবার (১০ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। মো. মাসুদ আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। সাংবাদিক ও পুলিশ একে অপরের সহায়ক। যদি আপনারা আমাদের সহায়তা করেন, যশোরকে আমরা শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি। আপনাদের সহযোগিতা পেলে যশোরকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব। তিনি বলেন, আমি সত্য, ন্যায় ও কল্যাণের সাথে থাকতে চাই। আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা সত্য তথ্য দেবেন। আমরা শতভাগ যাচাই করে পদক্ষেপ নেব। তদবির করে আমি পোস্টিং নিইনি। আমার বদলিরও ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাব। আমি এসেছি, কাজ করতে চাই। প্রঙ্গঙ্গত, এসপি মো. মাসুদ আলম গত ৮ জুলাই যশোরে যোগ দেন। জানা যায়, এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছিলেন। এনএ/ |