‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা বেফাকের
প্রকাশ: ০২ জুলাই, ২০২৪, ০৮:৫৯ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

অবশেষে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ মঙ্গলবার ২ জুলাই সন্ধা সাড়ে আটটায় বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দেয়া হয়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘আজ ২৫/১২/১৪৪৫ হিজরি মোতাবেক ২/৭/২০২৪ ঈসাব্দ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান এবং মহাসচিব মাহফুজুল হক সাহেব, সিনিয়র সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ বেফাকের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ফযীলত জামাতের পাঠ্যপুস্তক 'তাহরীকে দেওবন্দ' পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

পড়ুন : হজরত মাদানী-হজরত থানভী আমাদের দুই চোখ : মুফতি মিজানুর রহমান সাঈদ

প্রসঙ্গত, সম্প্রতি কওমি শিক্ষাবোর্ড বেফাক সিলেবাস বিষয়ে এক বিজ্ঞপ্তি ঘোষণা করে। তাতে ফযীলত মারহালায় পাঠ্যভুক্ত গ্রন্থ 'তাহরীকে দেওবন্দ' বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর পৃষ্ঠা নং ৩৩ হতে ৩৯, ১০৪ থেকে ১২৯ এবং ২০৯ থেকে ২৪৯ পর্যন্ত নেসাবের বাইরে থাকবে বলে ঘোষণা দেয়। এ নিয়ে অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মাথায় বোর্ডটি পূর্বঘোষিত সিদ্ধান্ত প্রতাহার করে নতুন করে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা করে।

হাআমা/