কাতারে ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’র সাধারণ অধিবেশন
প্রকাশ:
০১ জুলাই, ২০২৪, ০৮:০৯ রাত
নিউজ ডেস্ক |
কে.এম.সুহেল আহমদ মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা শাখার কাতারের মজলিসে শুরার দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ জুন (শুক্রবার) বাদ এশা দোহার শায়েখ গানেম মিলনায়তনে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’র এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা মুফতি ফরিদ আহমদ ফরিদী। সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মঈনুল ইসলাম, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান, বাইতুলমাল রিপোর্ট পেশ করেন বাইতুলমাল সম্পাদক মাওলানা মূসা আবুল খায়ের। আরো পড়ুন: মালয়েশিয়ায় জাহাজসহ ২৬ বাংলাদেশী ক্রু আটক সংগঠনের অগ্রগতির জন্য উম্মুক্ত আলোচনা পরামর্শে অংশ নেন উপস্হিত কেন্দ্রীয় ও শাখা থেকে আগত শুরা সদস্যবৃন্দ। এনএ/কেএল |