ঢাকায় কমিটি গঠন করেছে ‘রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। পর্যায়ক্রমে তারা জেলা কমিটি গঠন করে অচিরেই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনের দায়িত্বশীলগণ।
দায়িত্বশীলদের মতে, বিশ্বনবী রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ আরো বিস্তৃত পরিসরে প্রচারের অঙ্গীকার নিয়েই এই কমিটি গঠন।
আজ ১২ জুন বুধবার দুপুরে রাজধানীর পল্টনস্থ ভোজন রেস্তোরায় আয়োজিত এক পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হন মুফতী সাখাওয়াত হুসাইন রাজী ও সদস্যসচিবের দায়িত্ব পান মুফতী আহসান শরিফ। এতে উপস্থিত ছিলেন যুগসচেতন, রাসূলপ্রেমিক প্রতিনিধিত্বশীলদের প্রায় দুই শতাধিক আলেম।
জানা গেছে, ‘সংগঠনের স্লোগান ঠিক করা হয় "শান্তির পথে করি আহ্বান।" এবং প্রয়োজনে সংগঠনের নামের সংক্ষিপ্তরূপ "রহমাহ ফাউন্ডেশন" ব্যবহৃত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক কমিটির সদস্যদের নামের তালিকা :
আহবায়ক
মুফতি সাখাওয়াত হুসাইন রাজী
সিনিয়র যুগ্ম আহবায়ক
মাওলানা আব্দুল মতিন
মাওলানা ইসমাইল বেলায়েত
মাওলানা গাজী ইয়াকুব
মাওলানা মুফতি শামসুল আলম
মুফতি মাহমুদুল হাসান
মুফতি তানভীর সিদ্দিকী
মুফতি আজহারুল ইসলাম
মুফতি জুনায়েদ গুলজার
মাওলানা আব্দুল লতিফ ফারুকী
মুফতী ফয়জুল্লাহ ভাষানটেক
হাফেজ মাওলানা লিয়াকত আলী
মুফতি মুজিবুর রহমান ফরাজী
মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া
মাওলানা আবুল বারাকাত
মাওলানা শামসুল ইসলাম জিলানী
মাওলানা ওমর ফারুক
যুগ্ম আহবায়ক
মুফতি লুৎফর রহমান ফরাজী
মুফতি নোমান কাসেমী
মুফতী শামসুদ্দোহা আশরাফী
মুফতি রাফি বিন মনির
মুফতি রিজওয়ান রফিকী
সদস্য সচিব
মুফতি আহসান শরীফ
যুগ্ম সদস্য সচিব
মুফতি জাকারিয়া মাহমুদ
মুফতি আ ফ ম আকরাম হুসাইন
মুফতি আল আমিন সরাইলী
মুফতি সাইফুল্লাহ হাবিবী
মুফতি আল আমিন আজাদ
মাওলানা মাহবুব আল হাসান
মুফতী মুশফিকুর রহমান
সহকারী সদস্য সচিব
মাওলানা হাবিবুর রহমান
মুফতি দ্বীন ইসলাম কাসেমী
মাওলানা মহিউদ্দিন সরকার
মাওলানা সানাউল্লাহ খান
মুফতি আল আমিন খন্দকার
মুফতি মাহমুদুল হাসান আরাবী
মাওলানা জুনায়েদ কাসেমী বি-বাড়িয়া
মাওলানা ইমরান হাবিবী
মুফতি আফজাল হুসাইন (ক্যারিয়ার)
মুফতি আব্দুল কাইয়ুম হানাফি
মুফতি আব্দুর রহীম বিপ্লবী
মাওলানা আব্দুল গাফফার (সবার খবর)
মাওলানা শফিউল্লাহ খান
মুফতি সাইফুল্লাহ নোমানী
মুফতী ফজলুর রহমান আরেফী
মুফতি কামাল উদ্দীন নোমানী
মাওলানা মহিউদ্দিন আশরাফী
মুফতি তালহা যুবায়ের বিক্রমপুরী
মাওলানা ইনআমুল হাসান ফারুকী
নির্বাহী সদস্য
মাওলানা সোলায়মান ঢাকুবী
মাওলানা হোসাইন মোহাম্মদ সোহরাব
মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার
মাওলানা মামুন বিন আলতাফ রাহমানী
মুফতি মোহাম্মদ আলী কাসেমী
মাওলানা আব্দুর রহমান বান্দা
মুফতী খালেদ সাইফুল্লাহ
মুফতী উবায়দুর রহমান হুযাইফী
ক্বারী সাইদুল ইসলাম আসাদ
মুফতী আবিদ আল আহসান
মুফতী ওয়াজেদ আলী
মুফতী মুস্তাফিজুর রহমান
মুফতী আবু উবায়দা
মুফতি শাহিদুল ইসলাম
মুফতি আব্দুল হান্নান শেখ
মুফতি শুআইব আহমদ
মুফতি হাশেম আনোয়ার
মুফতি মুহাম্মদ ইবরাহীম
মুফতি ইমদাদুল্লাহ সাকী
মাওলানা হাবীবুর রহমান
মাওলানা আব্দুর রহমান ফরিদী
মুফতি আব্দুল হান্নান হাবীব
মুফতি আবু সুফিয়ান মোমেনি
মুহা. মহিউদ্দিন
মুফতি শোয়াইব আজিজিয়া
মাওলানা ইয়াকুব উসমানী
মাওলানা আতাউল্লাহ খান
মুফতি বখতিয়ার হুসাইন
মুফতি শহীদুল ইসলাম
মুফতি ইসমাইল হাবিবী
মুফতি জাকির বিল্লাহ
মুফতি সালীমুল্লাহ খান হানাফী
মুফতী কাউছার খান
মাওলানা মোহাম্মদুল্লাহ হুসাইন
মাওলানা রাকিব আল হাসান
মুফতি জুনায়েদ কাসেমী আশুলিয়া
মাওলানা আরিফুল ইসলাম
মুফতি উমায়ের আহমাদ
মুফতি কামাল হুসাইন
মুফতি আবু বকর সিদ্দিক (তালিমুদ্দীন)
মুফতি আবু বকর সিরাজগঞ্জী
মুফতি সানাউল্লাহ কাশ্মীরি
মুফতি আবু নাইম কাসেমী
মুফতি আমিন সিদ্দিকী
মাওলানা মোশাররফ
মুফতী আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম
মুফতি আরিফ হোসাইন
মুফতি আনোয়ার হোসাইন
মুফতি শরীফ হাসান সিদ্দিকী
মাওলানা ওহিদুল আলম
মাওলানা আব্দুল কাদির
মাওলানা মিজানুর রহমান
মাওলানা আব্দুল বাসির
মুফতি আব্দুর রহিম ফিরোজ
মুফতি আবু বকর সিদ্দিক কাসমী
মুফতি হোসাইন আহমেদ
মুফতি শফিকুল ইসলাম
মুফতি আবু বকর সিদ্দীক চৌধুরীবাজার
মুফতি মাসুদুর রহমান কাসেমী
মুফতি শফিকুল ইসলাম
ক্বারী মাওলানা শহীদুল ইসলাম
মুফতি এহসানুল হক উসমান
মুফতি মীর বাহাউদ্দিন
মুফতী আব্দুল্লাহ যুবাইর
মুফতী রফিকুল ইসলাম হাবিবী
মাওলানা জুনায়েদ
মাওলানা আব্দুল হান্নান
মাওলানা মহিউদ্দিন
মাওলানা কামাল উদ্দিন
মাওলানা শেখ সাদী
মাওলানা আব্দুর রব
মাওলানা মোঃ উল্লাহ
মাওলানা শামসুদ্দিন বড়াইলি
মাওলানা ওবায়দুল্লাহ
মাওলানা তাজ উদ্দিন হামিদী
মাওলানা রফিউদ্দিন মাহমুদ নূরী
মাওলানা আহমদ কবির খলিল
মুফতী আব্দুল জলিল ফরিদী
মাওলানা শামীম
মাওলানা আসাদুল্লাহ
মাওলানা এরশাদ উল্লাহ কাসেমী
মাওলানা মাহমুদুল হাসান
মাওলানা ফয়জুল্লাহ
মাওলানা সাইফুল ইসলাম
মাওলানা মাহবুব
মাওলানা ফয়জুল্লাহ আমীন
মাওলানা আরাফাত হুসাইন লক্ষীপুরী
মাওলানা মনজুরুল হাসান নাদিম
মাওলানা নুরুল হুদা
মাওলানা নূরে আলম সিদ্দিকী
মাওলানা আবরারুল হক
মাওলানা আব্দুর রব
মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি
মাওলানা মোয়াজ্জাম
মাওলানা শরীফ
মাওলানা শামসুদ্দিন
মাওলানা সায়েম
মাওলানা আলমগীর
মাওলানা শরিফ উল্লাহ
মাওলানা আব্দুল গফফার
মাওলানা তৌফিক আহমদ
মাওলানা লিয়াকত
মাওলানা ইউনুস
মুফতি আহমাদ ফয়সাল
মুফতি আমিন হানিফ
মাওলানা আবু বকর
মুফতি আলী হুসাইন
মাওলানার রফিকুল ইসলাম
মাওলানা শফিউল্লাহ আদম
মাওলানা নুরুল হুদা
মাওলানা মাহমুদুর রহমান সালিম
মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী
মাওলানা সাইদুর রহমান আহমদাবাদী
মাওলানা আশিকুর রহমান
মাওলানা মনিরুল হক মাদানী
মাওলানা দিদার মাহদী
মাওলানা শরীফ আহমাদ
মাওলানা আল আমীন
মাওলানা আশিকুর রহমান
উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালে দেশের নবীপ্রেমিক প্রতিনিধিত্বশীলদের কয়েকজন আলেমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে কয়েকটি জাতীয় প্রোগ্রাম আয়োজন করলেও নানা প্রতিকূলতার কারণে আনুষ্ঠানিকভাবে কোন কমিটি ঘোষণা করতে পারেনি সংগঠনটি। আজ একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।
হাআমা/