একরাশ অভিমান
প্রকাশ: ২১ মে, ২০২৪, ০২:০০ দুপুর
নিউজ ডেস্ক

|| রুনা খাতুন ||

অস্তমিত রবির শেষ আভায়

নিজেকে হারায় বারোংবার,

হৃদ মাঝারে লিখিয়া রাখিয়াছি

মোর না বলা কথার ভাণ্ডার।

 

বসিয়া মুগ্ধ হইয়া তৃণের উপর

চাহিয়া রই ওই কুসুমের ন্যায় রশ্মি পানে

গোধূলি লগ্নে অস্তমিত রশ্মি মাখিয়া

তোমায় নিয়া লিখি কবিতা গোপনে।

 

প্রেমের সূর্যাস্তের আভায় ভাসিয়া

একান্তে উড়িয়া যাই যেন ,

গগনে-পবনে তোমায় খুঁজি নিরবে

স্মৃতি অবশিষ্ট মোর হৃদ গহিনে।

 

শতধীক বসন্ত আসিবে যাইবে

মোর মোর ভাবনার নাহি অবসান!

আবিরে-ফুলে রঙিন এ বিশ্বময়

মোর হৃদয়ে জমানো একরাশ অভিমান।

লেখক: কবি ও সাহিত্যিক

এনএ/