ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে: মাওলানা আরশাদ মাদানি
প্রকাশ:
১৫ মে, ২০২৪, ০৬:০২ বিকাল
নিউজ ডেস্ক |
|| নুর আলম সিদ্দিকী || শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহারের অপকারিতার কথা তুলে ধরে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেছেন, ছাত্রদের কিতাবের সাথে গভীর সম্পর্ক বাড়াতে হবে। মোবাইল ও সোস্যাল মিডিয়া ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। কেননা এতে দ্বীনি ইলম অর্জনে বিঘ্নতা সৃষ্টি হয়। শুক্রবার দেওবন্দের মসজিদে রশিদে দারুল উলুমের নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত ইসলাহি মজলিসে এসব কথা বলেন তিনি। মাওলানা মাদানি বলেন- প্রিয় তালেবে ইলম, অহেতুক বিষয়গুলো সম্পূর্ণরূপে পরিহার করে ইলম অর্জনে সর্বাত্মক পরিশ্রম ও পূর্ণ মনোযোগ দিন। এতে দুনিয়া আখেরাতের সফলতা রয়েছে। দারুল উলুম দেওবন্দের খেদমতের কথা তুলে ধরে মাওলানা মাদানি বলেন, বর্তমানে বিশ্বে যেখানেই দ্বীনি খেদমত করা হচ্ছে, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দারুল উলুম দেওবন্দের সম্পৃক্ততা রয়েছে। পরিশেষে দেওবন্দের মাহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানির মূল্যবান উপদেশ ও দোয়ার মাধ্যমে মজলিস শেষ করা হয়। সূত্র: দেওবন্দ টাইমস এনএ/ |