আর্ত মানবতার সেবায় ‘উই আর ওয়ান ফাউন্ডেশন’
প্রকাশ:
১৫ মে, ২০২৪, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করণ এবং অসহায় মানুষদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে একদল শিক্ষিত, প্রশিক্ষিত ও প্রতিষ্ঠিত তরুণ এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠেছে অরাজনৈতিক সার্বজনীন সেবা সংস্থা “উই আর ওয়ান ফাউন্ডেশন”। রাজধানীর মুহাম্মদপুরে এর প্রধান কার্যালয়। এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন ঢালকানগরের পীর প্রখ্যাত আলেম মুফতি জাফর আহমদ সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম। দরিদ্র মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা— এসব খাতেই সমানভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উই আর ওয়ান ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, সাবলম্বী করণ, অসহায় রোগীদের ব্যয়বহুল চিকিৎসা সেবা প্রদান উই আর ওয়ান ফাউন্ডেশনের প্রধানতম লক্ষ্য। সংস্থার দায়িত্ববান নওমুসলিম মুহাম্মাদ রাজ, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম জানান, উই আর ওয়ান ফাউন্ডেশনের প্রতিটি সেবা নিঃশর্ত ও নিঃস্বার্থ। মুসলিম, নওমুসলিম এবং নন মুসলিম— ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার অসহায় মানুষের জন্য উই আর ওয়ান ফাউন্ডেশনের সেবা উন্মুক্ত। সংস্থার জনাব মোশাফর হোসেইন রাজু জানান, গত এক মাসে “উই আর ওয়ান ফাউন্ডেশন” বেশ কজন জটিল রোগীকে ব্যয়বহুল চিকিৎসা সেবা প্রদান করেছে। উই আর ওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্নেই তার ইতিহাসে যোগ হয়েছে অভূতপূর্ব মানবসেবার যুগান্তকারী বহু গল্প। এখানে সেই কয়েকটি গল্প তুলে ধরা হলো। গল্প—১ গল্প —২ গল্প —৩ উই আর ওয়ান ফাউন্ডেশন এভাবেই মানুষের পাশে থাকতে চায় সারাজীবন কেএল/ |