২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন শেষ করতে হবে
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৪, ০৬:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
আগামী ২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি মাধ্যমের হজযাত্রী প্রতিস্থাপন সম্পন্ন করতে হবে। গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে কোনো হজযাত্রী হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারে। সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে এ প্রতিস্থাপন। রোববার (২১ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ মৌসুমে কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এনএ/ |