জগলুল হায়দার-এর ছড়া ‘হামদরদি ইফতার’
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৪, ০৯:১৮ রাত
নিউজ ডেস্ক

ইফতার স্রেফ ভোজ না দাদা বিশ্বসেরা কৃষ্টি
সকল দেশে অতুল মায়ায় কাড়ছে সবার দৃষ্টি।

ইফতার স্রেফ ভোজ না দাদা বিশ্বসেরা আসর
বিলায় খুশি মিলায় মানুষ, গড়ছে প্রীতির বাসর।

ইফতার স্রেফ ভোজ না দাদা আধ্যাত্মের লগ্ন
স্নিগ্ধ খুশির আলোকধারা মানবতায় মগ্ন।

ইফতার স্রেফ ভোজ না দাদা সাত মহাদেশ ব্যাপ্ত
ধনী গরিব এক সাথে সব; নেই এতোটুক গ্যাপ তো।

ইফতার স্রেফ ভোজ না দাদা সকল জাতি ধর্ম
এক কাতারে পায় খুঁজে ঠিক ইনসানিয়াত মর্ম।

ইফতার স্রেফ ভোজ না দাদা সম্প্রীতির এক সাক্ষ্য
দিলে দিলে ছড়িয়ে দেয় হামদরদি বাক্য।

পুনশ্চঃ
দান দখিনা চলবে তবে ইফতার নয় তুচ্ছ
ইফতারকে জারি রেখেই করবো ওসব বুচ্ছো!

হাআমা/