রমজানের প্রথম জুমায় বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৪, ০২:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

আজ পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার। বিশেষ এই দিনে জুমার নামাজ পড়তে তাই ঢল নেমেছিল মসজিদে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে দেশের বড় কী ছোট মসজিদ, সবখানে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়।

আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শুরুর আগে দেখা যায়, ভর্তি হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণ।

তারপরও মুসল্লিরা ছুটে আসছেন নামাজে অংশ নিতে। তাই মসজিদের বাইরেও দেখা গেছে ভিড়।

এক মুসল্লি বলেন, রোজার প্রথম জুমা আজ তাই আগেই চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। 

আরেকজন বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করে চলে এসেছি।

এদিকে, নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের।  

এনএ/