ইফতা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী একটি কিতাব
প্রকাশ:
০১ মার্চ, ২০২৪, ০৩:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ নুর আলম || "এ কথাটি কারো নিকট গোপন নয় যে, কিতাবের পরিচয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা, কোনো বিষয়ে পড়াশুনা, গবেষণা ও অনুসন্ধান করতে হলে আগে কিতাব ও কিতাবের বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরী। যে ব্যক্তি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে অবগত নয়, তার জন্য কোনো কিতাব দীর্ঘকাল পড়াশুনা করা সত্ত্বেও ফলপ্রসু হয়না। এছাড়া কোনো ইলমের বিষয়বস্তু জানা ঐ ইলম অর্জনের জন্য খুবই সহায়ক হয়। কেননা, যে ব্যক্তি সংক্ষেপে বিষয়বস্তু জেনে নিবে তখন তার জন্য বিস্তারিত ইলম অর্জন সহজ সাধ্য হয়ে যাবে"। একজন তালিবে ইলমের জন্য কোনো কিতাব থেকে যথাযথ ইস্তিফাদার জন্য কিতাবের পরিচয় তথা কিতাবটির নাম ও আলোচ্য বিষয়, মুসান্নিফের পরিচয়, কিতাবের তারতিব ও বিন্যাসপদ্ধতি, মানহাজ-উসলুব এবং লিখন পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। লেখকের নাম , কিতাবটি মতন না শরাহের কিতাব? কিতাবের সাথে সংযুক্ত হাশিয়াটি কার লেখা? একাধিক হাশিয়া থাকলে কোনটি কার এবং কোটি কোন মানের? কিতাবের মানহাজ ও লিখন পদ্ধতি কি? কিতাবটি কয় খণ্ডের? মান-মর্যাদা এবং এর গুরুত্ব-প্রয়োজনীয়তা কতটুকু? তাছাড়া ফতোয়া দেয়ার ক্ষেত্রে কোন কিতাবটি নির্ভরযোগ্য , লেখক কোন তাবকার ফকিহ? এর মতের সাথে অন্য কিতাবের মতবিরোধ দেখা দিলে কোনটির উপর ফতোয়া দেয়া হবে? ফতোয়ার বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোন লেখকের কোন কি নীতিমালা? এসব বিষয় জ্ঞাতব্য হওয়া একজন মুফতির জন্য খুবই জরুরী। এসংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো- মুফতি মুহাম্মদ জাবের হুসাইন সংকলিত ( التعرف على الكتب والمصطلحات الفقهية ) “কিতাব পরিচিতি ও ফিকহী পরিভাষার পরিচয়” লেখক বক্ষমান বইয়ে হানাফি মাযহাবের প্রায় ২০০ টি ফিকহ, ফতওয়া, উসুলে ফিকহ কিতাবের পরিচয় লেখকের সংক্ষিপ্ত জীবনীসহ তুলে ধরেছেন। গ্রন্থের শেষের দিকে হানাফি মাযহাবের কিতাবাদিতে ব্যবহৃত কতিপয় প্রয়োজনীয় ফিকহি পরিভাষার পরিচয়ও বর্ণনা করেছেন। কিতাবটির ভূমিকা লিখেছেন শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ এবং দোয়া ও অভিমত ব্যক্ত করেছেন আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন। যাদের জন্য কিতাবটি উপকারী- বইটি নুরুল ঈযাহ পড়ুয়া ছাত্রদের থেকে শুরু করে তাখাস্সুস পর্যন্ত সকল ছাত্র ও আহলে ইলমদের জন্য খুবই উপকারী একটি গ্রন্থ। যা আছে কিতাবটিতে- এতে রয়েছে ফিকহে হানাফির প্রায় ২০০ কিতাবের পরিচয় এবং ফিকহে হানাফির কিতাবাদিতে ব্যবহৃত প্রায় ১৫০ টি পরিভাষার পরিচয়: ■ কিতাবের পরিচয় জানার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কিতাব সম্পর্কে সাধারণ কিছু তথ্য- বইয়ের নাম: কিতাব পরিচিতি ও ফিকহী পরিভাষার পরিচয় এনএ/ |