একুশে বইমেলায় মুহাম্মদ যাইনুল আবিদীনের ‘জাদু নয় কুদরত’
প্রকাশ:
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ রাত
নিউজ ডেস্ক |
|| কাউসার লাবীব || একুশে বইমেলায় এসেছে বরণ্যে লেখক, গবেষক, অনুবাদক ও বহু গ্রন্থপ্রণেতা মুহাম্মদ যাইনুল আবিদীন লিখিত ‘জাদু নয় কুদরত’। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় একুশে বইমেলার স্টল নং: ৩৫০-৩৫১ এ রাহনুমা প্রকাশনীতে বইটির মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাদ্দিস লেখক সাহিত্যিক জুবাইর আহমদ আশরাফ, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, আদদাওয়াহ বাংলাদেশ’র চেয়ারম্যান মামুন চৌধুরী, রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী মুহাম্মাদ মাহমুদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সেক্রেটারী আমিন ইকবাল। একনজরে জাদু নয় কুদরত- কেএল/ |