আবনায়ে বারিধারার সম্মেলন ৫ ফেব্রুয়ারি
প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায়ে জামিয়া মাদানিয়া বারিধারার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি ( সোমবার ) সকাল ১০টায় বারিধারা মাদরাসায়  এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় জামিয়া মাদানিয়া বারিধারার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমি ও নাজিমে তালিমাত হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমি ।

উপস্থিত ছিলেন মুফতি বশির আহমদ, মুফতি বশিরুল হাসান খাদিমাদী, মুফতি সিদ্দিকুল ইসলাম তোফায়েল,মুফতি মাস‌উদ আহমদ, বিশিষ্ট লেখক মাওলানা খন্দকার মনসুর আহমদ, মাওলানা শহিদুল্লাহ,মুফতি জাকির হোসাইন কাসেমি, মুফতি আমজাদ হোসাইন হেলালী, মাওলানা হাবিবুর রহমান আকন্দ, মাওলানা আব্দুল্লাহ আল কাফী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা সুলাইমান মাদানী, মাওলানা আমানুল্লাহ আরমান ও মুফতি মুহাম্মদুল্লাহ কাসেমী প্রমুখ।

এদিকে জামিয়া বারিধারার প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি সিদ্দিকুল ইসলাম তোফায়েল ও সদস্য সচিব মুফতি জাবের কাসেমি।

এনএ/