শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বোখারী ২৯ জানুয়ারি
প্রকাশ:
২০ জানুয়ারী, ২০২৪, ০৯:০৩ রাত
নিউজ ডেস্ক |
||মুহাম্মাদ ইমাম হাসান|| গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বোখারী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। জানা যায়, আগামী ২৯ জানুয়ারি (সোমবার) দুপুর তিনটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে। বিগত বছরগুলোতে অস্থায়ী কার্যালয় আল হেরা টাওয়ারেই এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। ভবনের ভেতরেই ছোট স্টেজে এবং সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হতো। তবে এবার মারকাযের খতমে বোখারী মাহফিল অনুষ্ঠিত হবে স্থায়ী ক্যাম্পাস কাওলাতে বিশাল এলাকাজুড়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।তিনি বোখারী শরিফের শেষ হাদিসের দরস এবংফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান করবেন। বিশেষ অতিথি থাকবেন, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) সহ বিশিষ্ট আলেমরা। উল্লেখ্য, এবছর মারকাযুশ শাইখ যাকারিয়া থেকে প্রায় ১০০ জন ছাত্র শিক্ষা সমাপনী করবেন।। ইফতা বিভাগ থেকে ৪০ জন, উলুমুল হাদিস থেকে ৬ জন, তাফসির বিভাগ থেকে২ জন এবং দাওরায়ে হাদিসস থেকে ৩০জন। এনএ/
|