এবার লেবাননে নিহত হামাস কমান্ডার আরুরির দুই বোনকে গ্রেফতার
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৪, ১০:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
এবার লেবাননে বিমান হামলায় নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সালেহ আল-আরুরির দুই বোনকে গ্রেফতার করল ইসরায়েল। তারা হলেন- দালাল ও ফাতিমা আল আরুরি। রবিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও আল বাইরেহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আরও কয়েকজনকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। ওই দুই বোনের একজনের ছেলে বলেছেন, ইসরায়েলি বাহিনী যারা তার মাকে গ্রেফতার করতে তাদের বাড়িতে ঢুকেছিল, তারা তাকে লাঞ্ছিত করেছে এবং বাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি তার মামা নিহত হামাস নেতা সালেহ আল-আরুরির ছবি বাজেয়াপ্ত করেছে। এনএ/ |