গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাড়ে ২৩ হাজার ছাড়াল
প্রকাশ:
১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বহু ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তুপের মধ্যে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়া অবস্থা রয়েছে। শুক্রবার পাল্টা বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে ইসরায়েলি আইনজীবীরা। শুনানি শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া রোনাল্ড লামোলা বলেন, ফিলিস্তিন ও গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্য থেকে কিছু ব্যক্তি যাই করুক না কেন ও ইসরায়েলি নাগরিকদের ওপর যত বড় হুমকিই থাক না কেন, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালিয়ে যাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। এনএ/ |