খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের ৪ নেতা নিহত
প্রকাশ:
১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা আরও তিনজনকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে ইউপিডিএফের নেতারা।
ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্য মুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।
এনএ/ |