ভোটাররা ভোটকেন্দ্রে এলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে: চুন্নু
প্রকাশ:
০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল
নিউজ ডেস্ক |
আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় তিনি বলেন, ‘আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দুই-একজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোটকেন্দ্রে যেন আসেন, ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আলোচনায় আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখে গেছে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘গত ৫ বছরে উপনির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এ জন্য একটা দ্বিধা এখনও রয়ে গেছে।’ মুজিবুল হক চুন্নু বলেন, ‘অনেকে আসন বণ্টনের বিষয়ে আলোচনা করছেন। গতকালের (বুধবার) বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি তারা যেন ইসিকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে ফিরে আসে। তারা আমাদের কথা দিয়েছেন, যেকোনো মূল্যে তারা ইসিকে সহযোগিতা করবেন। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি ও বিশ্বাস করেছি। তবে সামনের দিনগুলো আমরা পর্যবেক্ষণ করবো।’ নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে যাচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করার ইতিহাস জাতীয় পার্টির কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে এমন নির্বাচন, যদি কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না, সেটা অন্য কথা। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।’
এমএইচ |