স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার বিএনপি‘র সৈয়দ এ কে একরামুজ্জামান
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত
নিউজ ডেস্ক |
মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় সৈয়দ একে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে সৈয়দ একে একরামুজ্জামান সুখন বলেন, ‘বহিষ্কারাদেশের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই, তারা চাইলে আমাকে বহিষ্কার করতেই পারে। তবে আমি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই।’ জেএম/ |