ত্রাণবাহী ১০০ ট্রাক গাজায় ঢুকবে, চাহিদার তুলনায় কিছুই নয়
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৩, ১০:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় সরবরাহের জন্য ১ হাজার ৩০০ টন খাদ্যসহ ১০০টির বেশি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপর এসব ট্রাক গাজায় প্রবেশ করবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি আজ শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়ার কথা। বিকেলে হামাস ১৩ জন জিম্মিকে ছেড়ে দেবে যাদের ৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহরণ করে আনা হয়েছিল। এরপর কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। খবর-বিবিসি বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্যের মুখপাত্র আবির ইতেফা বলেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধের একটি এগিয়ে যাওয়ার ধাপ। তবে শুধুমাত্র সম্পূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমেই গাজায় মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব। তিনি বলেন, মানুষের প্রতিদিন খাবারের প্রয়োজন, রুটি দরকার। চার দিনের যুদ্ধবিরতি এবং চার দিনের সাহায্য এই চাহিদার সাগরে কিছুই নয়। |