ফিলিস্তিনিদের টিউশন ফি মওকুফ করল মালয়েশিয়া-তুরস্ক
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৩, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক |
মালয়েশিয়া ও তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার। মালয়েশিয়ার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি এক বছরের জন্য মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটি। একইসাথে দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দিতে আলোচনা চলছে। এছাড়াও তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার কথাও ভাবছে মালয়েশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় মালয়েশিয়া সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তুরস্ক সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এরইমধ্যে একটি আদেশ জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আদেশে বলা হয়, তুরস্কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজ্জার শিক্ষার্থীদের এ বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার। এনএ/ |