‘মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান’
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৩, ০২:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম রাষ্ট্রগুলোকে ‘অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ আবান জানিয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম রোববার এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানীতে অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং আরব লীগের সদস্যদের মধ্যে যৌথ শীর্ষ সম্মেলনের সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছিলেন। তবে তার এই প্রস্তাবে কোনো দেশই রাজী হয়নি। খামেনি বলেছেন, ‘কিছু ইসলামি সরকার সম্মেলনে ইসরায়েলি অপরাধের নিন্দা করেছে আবার কিছু করেনি। এটা অগ্রহণযোগ্য। ইসলামি সরকারের প্রধান কাজ হওয়া উচিত ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করা।’ ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ইসলামি সরকারগুলোর উচিত অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’ কেএল/ |