দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে: সমমনা ইসলামী দলসমূহ
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৩, ০৭:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সরকারকে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ।
মিটিংয়ে আগামী কাল ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে ঘোষিত এক তরফা তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন,মাওলানা মাহবুবুল হক, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মাদ মুনতাসির আলী,অধ্যাপক আব্দুল জলিল, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলামের প্রচারসচিব আব্দুল্লাহ আল মাসূদ খান প্রমুখ। এনএ/ |