গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে: ম্যাক্রোঁ
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৩, ১০:০২ দুপুর
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি অবিলম্বে সেখানে বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রোঁ বলেছেন- গাজায় বোমা হামলার কোনও যৌক্তিকতা নেই এবং সেখানে যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে।

ফরাসি এই প্রেসিডেন্ট বলেন, “হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘স্পষ্টভাবে নিন্দা’ করছে ফ্রান্স। কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা।”

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারা তার এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, এটা তিনি চান কিনা জানতে চাইলে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমি আশা করি তারা (আমার আহ্বানের সঙ্গে) যোগ দেবে।” সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্স

এনএ/